ইএসডিও শিশু ও কমিউনিটি হাসপাতাল

সুলভ মূল্য মানসম্মত স্বাস্থ্য সেবাই আমাদের অঙ্গীকার

ইএসডিও শিশু ও কমিউনিটি হাসপাতাল, ইএসডিওর একটি মানবিক স্বাস্থ্যসেবা উদ্যোগ, যা মা ও শিশুস্বাস্থ্য উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঠাকুরগাঁও জেলার কলেজপাড়ায় স্থাপিত হয়েছে। কম খরচে, আধুনিক ও সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা প্রদানই এই হাসপাতালের মূল লক্ষ্য।

  • মোঃ মেহেদী হাসান (কো-অর্ডিনেটর)

  • ০১৭১৩১৪৯৩৬২, ০১৭১৬৮৫৭০

লক্ষ্য ও উদ্দেশ্য এবং সেবাসমূহ

✅ সুবিধাবঞ্চিত মানুষের জন্য আধুনিক ও ✅ মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ✅ মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস করা ✅ স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা ✅ প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা সহজলভ্য করা

  • জরুরী বিভাগ

  • বহির বিভাগ ও অন্ত বিভাগ

  • সকল ধরণের অপারেশন সুবিধা

  • প্যাথলজি

  • আলট্রাসনোগ্রাফি মেশিন

  • ইসিজি

  • বাচ্চাদের ফটোথেরাপি

  • ২৪ ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স সেবা

পরিচালনা

এই হাসপাতাল পরিচালিত হচ্ছে বাংলাদেশে স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর মাধ্যমে। সংস্থাটি বিগত তিন দশক ধরে স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রেখে আসছে।

বিশেষ বৈশিষ্ট্য

✅ ২৪ ঘণ্টা জরুরি সেবা ✅ বিশেষজ্ঞ ডাক্তার ও প্রশিক্ষণ প্রাপ্ত নার্স ✅ পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ ✅ আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ✅ কম খরচে মানসম্মত চিকিৎসা ✅ গাইনী ও প্রসূতি সেবা ✅ শিশু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা ✅ সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা (ল্যাব সুবিধা) ✅ ফার্মেসি সুবিধা ✅ কেবিন ও ওয়ার্ড ব্যবস্থা ✅ টিকাদান ও পুষ্টি বিষয়ক পরামর্শ ✅ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিসেবা